Posts

Showing posts from March, 2023

ধাতব কলসি অপেক্ষা মাটির কলসির জল বেশি ঠান্ডা থাকে কেন

  মাটির কলসির জল বেশি ঠান্ডা থাকার কারণ - মাটির কলসির গায়ে অসংখ্য ছিদ্র থাকে । এই ছিদ্র দিয়ে কলসির জল বাষ্পীভূত হয়। এই বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লীনতাপ মাটির কলসি থেকে সংগ্রহ করে । এর জন্য মাটির কলসির জল ঠান্ডা হয়।  ধাতব কলসির গায়ে এই রকম কোনো ছিদ্র না থাকায় , ধাতব কলসির জল বাষ্পীভূত হতে পারে না। এর ফলে ধাতব কলসির জল অপেক্ষাকৃত কম ঠান্ডা হয়।

একক কাকে বলে? একক কয় প্রকার ও কি কি ? এককের প্রয়োজনীয়তা লেখো । একক বিহীন রাশি কাকে বলে , উদহারন দাও।

  একক   :  কোন ভৌত রাশিকে মাপতে হলে ওই রাশির একটি নির্দিষ্ট ও সুবিধাজনক পরিমাণকে প্রমাণ হিসেবে ধরে প্রদত্ত রাশিটির পরিমাণ করা হয় , এই নির্দিষ্ট ও সুবিধাজনক মানকে ওই রাশির একক বলা হয় । প্রকারভেদ : একক সাধারণত তিন প্রকার । যথা -                1. মৌলিক একক               2. লব্ধ একক               3. ব্যবহারিক একক 1. মৌলিক একক : যে সব একক গঠনের সময় অন্য এককের উপর নির্ভর করে না , স্বাধীনভাবে গঠিত হয়  তাকে মৌলিক একক বলে। 2. লব্ধ একক : যে সকল একক স্বাধীনভাবে গঠিত হতে পারে না, গঠনের জন্য মৌলিক এককের উপর নির্ভরশীল, তাকে লব্ধ একক বলে। 3. ব্যবহারিক একক : কোনো কোনো মৌলিক একক খুব বড় বা ছোট হওয়ার ব্যবহারিক কাজে তাদের উপগুণিতক (ভগ্নাংশ) বা গুণিতককে একক হিসেবে ব্যবহার করা হয়। একে ব্যবহারিক একক বলা হয়। এককের প্রয়োজনীয়তা :    বিজ্ঞান পরিমাপের উপর নির্ভরশীল। প্রত্যেক ভৌত রাশির পরিমাপের জন্য এককের প্রয়োজন। কারণ, একক ছাড়া পরিমাপ অর্থহীন। যেমন, দোকানে চাল কিনতে গিয়ে যদি বলা হয় 2 চাল দাও, তাহলে দোকানদার কিছু বুঝতে পারবে না,  কিন্তু, যদি বলা হয় 2 কেজি চাল দাও তাহলে দোকানদার সহজেই বুঝতে পারবে ৷ এখা

রাশি কাকে বলে? রাশি কয় প্রকার ও কি কি

  ভৌত রাশি : পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কেই ভৌত রাশি বলা হয়। উদহারন:  দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, সময়, ভর, উষ্ণতা ইত্যাদি । ভৌতরাশির প্রকারভেদ:  ভৌত রাশি দুই প্রকার। যথা: (1) স্কেলার রাশি এবং (2) ভেক্টর রাশি। 1. স্কেলার রাশি : যে রাশির কেবলমাত্র মান আছে কিন্তু কোনো অভিমুখ নেই, তাকে স্কেলার রাশি বলে। উদাহরণ: দ্রুতি 2. ভেক্টর রাশি : যে রাশির মান ও অভিমুখ দুই আছে তাকে ভেক্টর রাশি বলে। উদাহরণ: সরণ, বেগ ইত্যাদি ।

তাপ ও তাপমাত্রায় পার্থক্য লেখো ।

 1.  তাপ হচ্ছে এক প্রকার শক্তি যা গ্রহণ করলে বস্তু উষ্ণ ও বর্জন করলে বস্তু শীতল হয়ে যায়।   2.  তাপের প্রবাহ তাপের পরিমাণের ওপর নির্ভর করে না । 3.  তাপ পরিমাপের S I একক জুল ও CGS একক ক্যালোরি।  4. তাপ হচ্ছে তাপমাত্রার কারণ । 5.ক্যালোরিমিটারের সাহায্যে তাপ পরিমাপ করা হয়। 6. কোনো পাত্রে রাখা জলের পরিমাণের সঙ্গে তাপের তুলনা করা যেতে পারে। তাপমাত্রাঃ 1. তাপমাত্রা হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা যা নির্ধারণ করে ওই বস্তুটি অন্য বস্তুকে তাপ দেবে কিংবা নিবে। 2. তাপের প্রবাহ তাপমাত্রার ওপর নির্ভর করে। 3. তাপমাত্রা পরিমাপের SI একক কেলভিন ও CGS একক ডিগ্রী সেলসিয়াস। 4.তাপমাত্রা তাপের ফল। 5. থার্মোমিটারের সাহায্যে তাপমাত্রা বা উষ্ণতা পরিমাপ করা হয়। 6. কোনো পাত্রে রাখা জলের উচ্চতার সঙ্গে তাপমাত্রার তুলনা করা যেতে পারে।

ডাক্তারি থার্মোমিটারকে ফুটন্ত জলে ডোবানো উচিত নয় কেনো?

  ডাক্তারি থার্মোমিটারকে ফুটন্ত জলে ডোবানো উচিত নয় কারণ _ ফুটন্ত জলের তাপমাত্রা 100°C বা 212°F । কিন্তু ডাক্তারি থার্মোমিটারে সর্বোচ্চ 43.33°C বা 110°F পর্যন্ত তাপমাত্রা মাপা যায়। এর থেকে বেশি তাপমাত্রার জলে থার্মোমিটারের কুণ্ডটিকে ডোবালে পারদ অনেক বেশি প্রসারিত হবে এবং নলের দেয়ালে চাপের সৃষ্টি হবে । এর ফলে থার্মোমিটার ভেঙে যাবে ।

থার্মোমিটারে তরল হিসাবে পারদ ব্যবহার করা হয় কেনো ?

 থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয় কারণ  1. এটি বিস্তৃত তাপমাত্রায় অর্থাৎ -37.89 ডিগ্রি ফারেনহাইট থেকে 674.06 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত তরল আকারে থাকে। 2. এটি চকচকে হওয়ায় পাঠ নিতে সুবিধা হয় ।  3. পারদ স্বাভাবিক তাপমাত্রায় তরল অবস্থায় থাকে। 4. এটি উত্তাপের একটি ভাল পরিবাহী। 5. এটি থার্মোমিটারের গায়ে লেগে যায় না ।