ডাক্তারি থার্মোমিটারকে ফুটন্ত জলে ডোবানো উচিত নয় কেনো?

 

ডাক্তারি থার্মোমিটারকে ফুটন্ত জলে ডোবানো উচিত নয় কারণ _

ফুটন্ত জলের তাপমাত্রা 100°C বা 212°F । কিন্তু ডাক্তারি থার্মোমিটারে সর্বোচ্চ 43.33°C বা 110°F পর্যন্ত তাপমাত্রা মাপা যায়। এর থেকে বেশি তাপমাত্রার জলে থার্মোমিটারের কুণ্ডটিকে ডোবালে পারদ অনেক বেশি প্রসারিত হবে এবং নলের দেয়ালে চাপের সৃষ্টি হবে । এর ফলে থার্মোমিটার ভেঙে যাবে ।

Comments

Popular posts from this blog

List of synonyms and antonyms part 2

একক কাকে বলে? একক কয় প্রকার ও কি কি ? এককের প্রয়োজনীয়তা লেখো । একক বিহীন রাশি কাকে বলে , উদহারন দাও।