থার্মোমিটারে তরল হিসাবে পারদ ব্যবহার করা হয় কেনো ?
থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয় কারণ
1. এটি বিস্তৃত তাপমাত্রায় অর্থাৎ -37.89 ডিগ্রি ফারেনহাইট থেকে 674.06 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত তরল আকারে থাকে।
2. এটি চকচকে হওয়ায় পাঠ নিতে সুবিধা হয় ।
3. পারদ স্বাভাবিক তাপমাত্রায় তরল অবস্থায় থাকে।
4. এটি উত্তাপের একটি ভাল পরিবাহী।
5. এটি থার্মোমিটারের গায়ে লেগে যায় না ।
Comments
Post a Comment