একক কাকে বলে? একক কয় প্রকার ও কি কি ? এককের প্রয়োজনীয়তা লেখো । একক বিহীন রাশি কাকে বলে , উদহারন দাও।

 

একক কোন ভৌত রাশিকে মাপতে হলে ওই রাশির একটি নির্দিষ্ট ও সুবিধাজনক পরিমাণকে প্রমাণ হিসেবে ধরে প্রদত্ত রাশিটির পরিমাণ করা হয় , এই নির্দিষ্ট ও সুবিধাজনক মানকে ওই রাশির একক বলা হয় ।


প্রকারভেদ : একক সাধারণত তিন প্রকার । যথা - 

              1. মৌলিক একক

              2. লব্ধ একক

              3. ব্যবহারিক একক


1. মৌলিক একক : যে সব একক গঠনের সময় অন্য এককের উপর নির্ভর করে না , স্বাধীনভাবে গঠিত হয়  তাকে মৌলিক একক বলে।

2. লব্ধ একক : যে সকল একক স্বাধীনভাবে গঠিত হতে পারে না, গঠনের জন্য মৌলিক এককের উপর নির্ভরশীল, তাকে লব্ধ একক বলে।

3. ব্যবহারিক একক : কোনো কোনো মৌলিক একক খুব বড় বা ছোট হওয়ার ব্যবহারিক কাজে তাদের উপগুণিতক (ভগ্নাংশ) বা গুণিতককে একক হিসেবে ব্যবহার করা হয়। একে ব্যবহারিক একক বলা হয়।


এককের প্রয়োজনীয়তা :  

বিজ্ঞান পরিমাপের উপর নির্ভরশীল। প্রত্যেক ভৌত রাশির পরিমাপের জন্য এককের প্রয়োজন। কারণ, একক ছাড়া পরিমাপ অর্থহীন। যেমন, দোকানে চাল কিনতে গিয়ে যদি বলা হয় 2 চাল দাও, তাহলে দোকানদার কিছু বুঝতে পারবে না,  কিন্তু, যদি বলা হয় 2 কেজি চাল দাও তাহলে দোকানদার সহজেই বুঝতে পারবে ৷ এখানে ভরের একক হলো কেজি ৷ সুতরাং, সঠিক ধারণা পেতে এককের প্রয়োজন আছে।

এছাড়া বিভিন্ন ভৌতরাশির মধ্যে সম্পর্ক বোঝাতে এককের প্রয়োজনীয়তা রয়েছে ।


একক বিহীন রাশি : 

একক বিহীন রাশি : কোনো ভৌত রাশি যদি দুটি সমজাতীয় রাশির অনুপাত হয়, তবে সেই রাশির কোনো একক থাকে না। এই ধরনের রাশিকে একক বিহীন রাশি বলে।


উদহারন: দ্রাব্যতা, পারমাণবিক ভর, আণবিক ভর, আপেক্ষিক গুরত্ব ইত্যাদি। 



Comments

Popular posts from this blog

What is voice (Basic information) and types of voice

WB tet admit card download 2022

List of Synonyms and antonyms part 5