রাশি কাকে বলে? রাশি কয় প্রকার ও কি কি

 

ভৌত রাশি : পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কেই ভৌত রাশি বলা হয়।

উদহারন: দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, সময়, ভর, উষ্ণতা ইত্যাদি ।

ভৌতরাশির প্রকারভেদ: 

ভৌত রাশি দুই প্রকার। যথা: (1) স্কেলার রাশি এবং (2) ভেক্টর রাশি।


1. স্কেলার রাশি : যে রাশির কেবলমাত্র মান আছে কিন্তু কোনো অভিমুখ নেই, তাকে স্কেলার রাশি বলে। উদাহরণ: দ্রুতি

2. ভেক্টর রাশি : যে রাশির মান ও অভিমুখ দুই আছে তাকে ভেক্টর রাশি বলে। উদাহরণ: সরণ, বেগ ইত্যাদি ।

Comments

Popular posts from this blog

List of One Word Substitution for “Individual Character/ Person/ People”

একক কাকে বলে? একক কয় প্রকার ও কি কি ? এককের প্রয়োজনীয়তা লেখো । একক বিহীন রাশি কাকে বলে , উদহারন দাও।