তাপ ও তাপমাত্রায় পার্থক্য লেখো ।

 1. তাপ হচ্ছে এক প্রকার শক্তি যা গ্রহণ করলে বস্তু উষ্ণ ও বর্জন করলে বস্তু শীতল হয়ে যায়।  

2.  তাপের প্রবাহ তাপের পরিমাণের ওপর নির্ভর করে না ।

3.  তাপ পরিমাপের S I একক জুল ও CGS একক ক্যালোরি। 

4. তাপ হচ্ছে তাপমাত্রার কারণ ।

5.ক্যালোরিমিটারের সাহায্যে তাপ পরিমাপ করা হয়।

6. কোনো পাত্রে রাখা জলের পরিমাণের সঙ্গে তাপের তুলনা করা যেতে পারে।

তাপমাত্রাঃ

1. তাপমাত্রা হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা যা নির্ধারণ করে ওই বস্তুটি অন্য বস্তুকে তাপ দেবে কিংবা নিবে।

2. তাপের প্রবাহ তাপমাত্রার ওপর নির্ভর করে।

3. তাপমাত্রা পরিমাপের SI একক কেলভিন ও CGS একক ডিগ্রী সেলসিয়াস।

4.তাপমাত্রা তাপের ফল।

5. থার্মোমিটারের সাহায্যে তাপমাত্রা বা উষ্ণতা পরিমাপ করা হয়।


6. কোনো পাত্রে রাখা জলের উচ্চতার সঙ্গে তাপমাত্রার তুলনা করা যেতে পারে।

Comments

Popular posts from this blog

What is voice (Basic information) and types of voice

WB tet admit card download 2022

List of Synonyms and antonyms part 5