ধাতব কলসি অপেক্ষা মাটির কলসির জল বেশি ঠান্ডা থাকে কেন

 মাটির কলসির জল বেশি ঠান্ডা থাকার কারণ -

মাটির কলসির গায়ে অসংখ্য ছিদ্র থাকে । এই ছিদ্র দিয়ে কলসির জল বাষ্পীভূত হয়। এই বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লীনতাপ মাটির কলসি থেকে সংগ্রহ করে । এর জন্য মাটির কলসির জল ঠান্ডা হয়। 

ধাতব কলসির গায়ে এই রকম কোনো ছিদ্র না থাকায় , ধাতব কলসির জল বাষ্পীভূত হতে পারে না। এর ফলে ধাতব কলসির জল অপেক্ষাকৃত কম ঠান্ডা হয়।

Comments

Popular posts from this blog

List of synonyms and antonyms part 2

একক কাকে বলে? একক কয় প্রকার ও কি কি ? এককের প্রয়োজনীয়তা লেখো । একক বিহীন রাশি কাকে বলে , উদহারন দাও।